শুরু হয়ে গিয়েছে 'শুভ বিজয়া' ছবির শ্যুটিং। ছবিতে বনি সেনগুপ্তের দিদির ভূমিকায় অভিনয় করেছেন অমৃতা দে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম অখিলেশ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। পরিচালক রোহন সেনের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবতনু এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করছেন মানসী সিংহ, প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। এই ছবির সৌজন্যেই স্বামী-স্ত্রী হিসেবে দর্শক পর্দায় দেখবেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণি গঙ্গোপাধ্যায়কে। প্রকাশ্যে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের লুকও, তাঁর চরিত্রের নাম অমর্ত্য এই প্রথম কোনও পারিবারিক ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বনি-কৌশানি। তিলোত্তমার বুকে যেন দুর্গাপূজোর আবহ। কলাবউ স্নান, ঢাকে কাঠি, লাল সাদা শাড়িতে, সিঁদুরে অঞ্জলি সাজ.. সব মিলিয়ে যেন পুজো পুজো গন্ধ। লাল পাড় সাদা শাড়ি আর সোনার গয়নায় সেজেছেন কৌশানী। মাথায় খোঁপা, সিঁথিতে ভরা সিঁদুর। পাশে সাদা শেরওয়ানিতে মানানসই বনি।