আদর-যত্নে মানুষ হয়েছেন, কিন্তু অন্ধকারও দেখেছেন সঞ্জয় দত্ত কিন্তু মাকে পাননি কাছে, ভাগ করে নেওয়া হয়নি সুখ-দুঃখ কিন্তু মা-বাবা মনের মধ্যেই রয়েছেন, জন্মদিনে মা নার্গিসেরকে নিয়ে পোস্ট মায়ের হাসিতেই শক্তি পেয়েছিলেন, আর কিছু চাওয়ার ছিল না তাঁর মা বরাবর ভাল মানুষ হতে শিখিয়েছেন, একাধিক বার প্রকাশ্য স্বীকারোক্তি কিন্তু বিতর্কে জেরবার সঞ্জয় আজও মায়ের অভাব বোধ করেন মা-বাবার মতো কড়া বাবা হতে চান সঞ্জয়, স্ত্রী মান্যতাও একমত বলে জানিয়েছেন সঞ্জয়ের প্রথম ছবি তখনও বেরোয়নি, একদিন আগেই মারা যান নার্গিস প্রেম-ভালাবাসার শিক্ষা মা-বাবার কাছেই, নার্গিসকে আগুন থেকে বাঁচিয়েছিলেন সুনীল ১৯৮০ সালে জন্ডিস ধরা পড়ে নার্গিসের, পরে পরীক্ষায় দেখা যায় ক্যান্সার