শরীরে একাধিক কাজে লাগে আখরোট কিন্তু, জানেন কি সৌন্দর্যের পক্ষেও উপকারী আখরোট ? রূপ-চর্চায় কীভাবে সাহায্য করে আখরোট ? চোখের নীচে ডার্ক সার্কেল তৈরি হলে তা কমাতে সাহায্য করে। অকাল বার্ধক্য আখরোটে রয়েছে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা বলি রেখা কমাতে সাহায্য করে। স্কিন হাইড্রেট রাখে আখরোটে রয়েছে ভিটামিন ই। যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বককে হাইড্রেট রাখে। ত্বকের মৃত কোষ সরায় আখরোটে ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে। খুশকির মোকাবিলা আখরোটে আছে প্রদাহ-বিরোধী উপাদান। যা খুশকির মোকাবিলায় সাহায্য করে। চুল শক্ত করে আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড। যা চুল মজবুত করে। চুল পড়া রোধ করে আখরোটে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড চুল পড়া রোধ করে। চুলের বৃদ্ধি ও ঔজ্জ্বল্য চুলের বৃদ্ধি ও ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে আখরোট। ত্বকের জ্বালাপোড়া ভাব কাটায় ত্বকের জ্বালাপোড়া ভাব এবং অস্বস্তি কাটায় আখরোট।