কাশ্মীরে ভাই ইব্রাহিম আলি খান ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান বরফের দেশে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন সারা কখনও তাঁকে স্কি করতে দেখা যাচ্ছে, কখনো আবার বরফ দিয়ে পুতুল তৈরি করতে ছবি শেয়ার করে কবিতার মতো করে ক্যাপশন লিখেছেন সারা ভাই ইব্রাহিমকে যে তিনি ইগি পটার বলে ডাকেন তা অজানা নয় নেট নাগরিকদের 'বাড়ি সেটাই যেখানে ভাই আছে', বেশ কিছু ছবিতে ক্যাপশন সারার দুই ভাইবোনকে জেট স্কি করতেও দেখা যাচ্ছে ছবিতে সারা আলি খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আতরঙ্গী রে' ছবিতে এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ধনুশ এবং অক্ষয় কুমারকে শীঘ্রই তাঁকে দেখা যাবে ভিকি কৌশলের বিপরীতে পরিচালক লক্ষণ উতেকরের ছবিতে