কফিই এবার হারিয়ে যেতে চলেছে এটি কোনও গল্পকথা নয় স্টাডি প্রকাশিত হয়েছে PLOS One-এ জলবায়ু পরিবর্তনের কারণে এমন হতে চলেছে কফির চাষ ব্যাহত হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের ফলে এই সমস্যা ব্রাজিলে ৭৬ শতাংশ কফি চাষ কমে গেছে কলম্বিয়ায় ৬৩ শতাংশ কমেছে এই চাষ ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ হ্রাস পাবে কফি চাষ খামখেয়ালি আবহাওয়া কফির অস্তিত্বের সংকট অত্যাধিক তাপমাত্রায় কফির ফলন কম হয় দূষণের ফলে এই সমস্যা আরও বাড়ছে পছন্দের পানীয় তবে কি হারিয়েই যাবে!