বলিউডে আত্মপ্রকাশ হওয়ার পরই বেশ কয়েকজন নায়কের সঙ্গে সারা আলি খানের নাম জড়িয়েছে কখনও সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্কের কথা শোনা গিয়েছে, আবার কখনও নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে কিন্তু কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি সারা, আর তাঁর গোপন কথা ফাঁস করলেন কর্ণ জোহর 'কফি উইথ করণ সিজন ৭'-এ সারা আলি খানের গোপন প্রেমের কথা প্রকাশ্যে আনলেন কর্ণ, বেজায় চটলেন অভিনেত্রী কার্তিক আরিয়ানের সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করেছেন সারা, কিন্তু, কখনও প্রকাশ্যে তা স্বীকার করেননি সম্প্রতি, সারা ও কার্তিকের সম্পর্কের গুঞ্জনকেই নিজের চ্যাট শোয়ে স্বীকৃতি দিলেন কর্ণ জোহর যেহেতু সারা কিংবা কার্তিক কেউই কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি, তাই কর্ণের কথায় বেজায় চটেছেন অভিনেত্রী তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানান হয়েছে যে, 'কর্ণ প্রকাশ্যে সারার ব্যক্তিগত জীবনের কথা বলায় ও একেবারেই খুশি হয়নি' 'কারণ, এতে ওর কেরিয়ারে প্রভাব পড়েছে। বলিউডে নিজের জায়গা তৈরি করার জন্য ও যথেষ্ট পরিশ্রম করছে' 'তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও সমস্যা তৈরি হোক, তা ও একেবারেই চায় না'