চকচকে চুল চান?
ABP Ananda

চকচকে চুল চান? এলাচ ভেজানো জল দিয়ে চুল ধুয়ে নিন।

হেঁচকির সমস্যা?
ABP Ananda

হেঁচকির সমস্যা? এক কাপ গরম জলে এক চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে খান।

খিদে চলে যাচ্ছে ?
ABP Ananda

খিদে চলে যাচ্ছে ? এলাচ খিদে বাড়াতে সাহায্য করে।

দাঁত ও মুখে গন্ধ?

দাঁত ও মুখে গন্ধ? এলাচের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের দুর্গন্ধ দূর করে।

এলাচে রয়েছে ভিটামিন সি । ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী ।

চুলের যত্নেও এলাচ উপকারী। ফেসপ্যাকে স্ক্রাব হিসেবে এলাচগুঁড়ো ব্যবহার করুন।

ABP Ananda



এলাচ ভিজিয়ে জল খান । রোগ প্রতিরোধ শক্তি বাড়ে।

এলাচ ভিজিয়ে জল খান । উপকার হয় ত্বকের।