চকচকে চুল চান? এলাচ ভেজানো জল দিয়ে চুল ধুয়ে নিন।

হেঁচকির সমস্যা? এক কাপ গরম জলে এক চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে খান।

খিদে চলে যাচ্ছে ? এলাচ খিদে বাড়াতে সাহায্য করে।

দাঁত ও মুখে গন্ধ? এলাচের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের দুর্গন্ধ দূর করে।

এলাচে রয়েছে ভিটামিন সি । ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী ।

চুলের যত্নেও এলাচ উপকারী। ফেসপ্যাকে স্ক্রাব হিসেবে এলাচগুঁড়ো ব্যবহার করুন।



এলাচ ভিজিয়ে জল খান । রোগ প্রতিরোধ শক্তি বাড়ে।

এলাচ ভিজিয়ে জল খান । উপকার হয় ত্বকের।