২০২৪ সালে কখন সরস্বতী পুজোর শুভ তিথি? কোন সময়ে পুজো করলে বাগদেবীর আশীর্বাদ পাওয়া যাবে? আগামী বছরে সরস্বতী পুজো রয়েছে ১ ফাল্গুন ইংরেজির ১৪ ফেব্রুয়ারি, বুধবার পঞ্চমী তিথি থাকবে ১৩ ফেব্রুয়ারি রাত ঘ ৮।১৩ মিনিট থেকে রাত্রি ঘ ৬।৫ মিনিট পর্যন্ত শ্রী পঞ্চমীর দিনি সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয় বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে বিদ্যার দেবীর আরাধনায় মেতে ওঠে বিদ্যার্থীরা বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে এই দিন দেবীকে হলুদ ফুল, ধূপ, প্রদীপ দিয়ে পূজা করা হয়