জীবনে শত্রুর সংখ্যা বেড়েই যাচ্ছে? হনুমান মন্দিরে কী ভাবে পুজো দিলে বিনাশ অনিবার্য? প্রতি মঙ্গলবার রক্তচন্দনের মালায় হনুমানজির মন্দিরে বসে রাম নাম জপ করুন ১০৮ বার হনুমানজির মন্দিরের অন্তত পাঁচবার বা সাত বার প্রদক্ষিণ করুন যে কোনও কাজে সাফল্য আসে খুব তাড়াতাড়ি শত্রুর বিনাশ দ্রুত করতে চাইলে একটা ছোট গদা হনুমানজির মন্দিরে রেখে আসুন প্রতি মঙ্গলবার সন্ধ্যাবেলা হনুমান চালিশা পাঠ করুন অনেক সময় শত্রুতা এত বেশি পরিমাণে কষ্ট দেয় যা আমাদের দৈনন্দিন জীবনকে তছনছ করে ফেলে জ্যোতিষশাস্ত্র মতে, শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না