মাহি গিল

বলিউড অভিনেত্রী মাহি গিল সদ্যই বিজেপিতে সামিল হয়েছে। পঞ্জাবে ভোটের আগে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

আলোচনার কেন্দ্রে

তাঁর পেশাদার জীবন তো বটেই, ব্যক্তিগত জীবনের জন্যও অনেক সময় আলোচনার কেন্দ্রে থাকেন তিনি।

সোশ্যাল মিডিয়া

তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য ছবি শেয়ার করে থাকেন মাহি গিল।

সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩

সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩ এবং দেব জি সিনেমায় দুরন্ত অভিনয়ের জন্য দর্শকদের মন জয় করেছেন তিনি।

সাহসী মাহি গিল

রিল লাইফের মতো রিয়েল লাইফেও যথেষ্ট সাহসী মাহি গিল।

ট্রাডিশনাল পোশাক

পশ্চিমী পোশাকের পাশাপাশি তাঁকে ট্রাডিশনাল পোশাকেও মাঝেমধ্যেই দেখা যায়। তাঁর এই লুক অনুরাগীদের নজর কেড়ে নেয়।

শাড়ি-লুক

মাহির শাড়ি-লুকও বেশ জনপ্রিয়। শাড়িতে তাঁর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।

ভাইরাল শাড়ি-লুক

বেশ কিছু সিনেমাতে তাঁকে শাড়ি লুকে দেখা গিয়েছে। তাঁর এই লুক বেশ ভাইরালও হয়ে গিয়েছিল।

নানা রঙে

সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩-র প্রোমোশনাল ইভেন্টে মাহিকে কখনও মেরুন, কখনও গাঢ় সবুজ রঙের শাড়িতে দেখা গিয়েছিল।

নজরকাড়া

এই শাড়ির সঙ্গে তাঁর ব্যাকলেস ব্লাউজ অনুরাগীদের নজর কেড়ে নিয়েছিল।