ছোট্টবেলার গল্পের ভয়ে কাঁটা দেওয়া অনুভূতি ফিরে এল বলে!

সত্যজিৎ রায়ের ছোট গল্পগুলোর অন্যতম, 'খগম' এবার আসছে গ্রাফিক নভেল আকারে।

এভাবে গ্রাফিক ছবিতে সত্যজিতের গল্পকে নিজের মতো করে ধরার সাহস দেখিয়েছেন জনপ্রিয় বিজ্ঞাপন সংস্থা 'গ্রীনিং ট্রি'।

নেপথ্যে প্রতিষ্ঠাতা তথা ক্রিয়েটিভ ডিরেক্টর-এডিটর-মিউজিশিয়ান শমীক চট্টোপাধ্যায় ও আর্ট ডিরেক্টর-ইলাস্ট্রেটর শুভব্রত বসু।

বিশিষ্ট পরিচালক সন্দীপ রায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, লেখক রঙ্গন চক্রবর্তী-সহ একাধিক অতিথির উপস্থিতিতে শুক্রবার প্রকাশ্যে এল গ্রাফিক নভেল 'খগম'।

স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়।

তাঁর কথায়, 'বাবার লেখা খগম একটি অন্যতম সেরা গল্প। এই গ্রাফিক নভেল তৈরির প্রস্তাব যখন আসে, তখন খুবই খুশি হয়েছিলাম।'

তিনি আরও বলেন, 'বাবার কাজ, তাঁর ভাবধারা, শিল্পরুচি, অক্ষুণ্ণ রেখেও যে তারা নতুন দৃষ্টিভঙ্গিতে এই কাজ করতে সফল হবে, এই বিশ্বাস আমার ছিল।'

'বই, বিশেষত বাংলা বই পড়ার চর্চা এখনকার প্রজন্মের প্রায় নেই বললেই চলে।'

'এই গ্রাফিক নভেল পড়ে যদি পাঠক আসল গল্পটি পড়েন বা যদি বাংলায় বাবার লেখা আরও গল্প পড়ার উৎসাহ জেগে ওঠে, সেটিই হবে এই প্রচেষ্টার আসল সার্থকতা।'