'ওম শান্তি ওম' থেকে 'গোলমাল' 'ইকবাল' থেকে 'ওয়েলকাম টু সজ্জনপুর' মরাঠি সিনেমা হোক বা বলিউড ফিল্ম নানা চরিত্রে মন মজিয়েছেন শ্রেয়স তলপড়ে অন্তত ২০ বছরের কেরিয়ারে করেছেন অসংখ্য ফিল্ম সিনেমাই অভিনয়ই শুধু নয় আরও নানা গুণ রয়েছে তাঁর ভয়েস ওভারেও দুরন্ত তিনি পুষ্পার হিন্দি ডাব-এ অল্লু অর্জুনের চরিত্রে গলা দিয়েছেন তিনিই আজ শ্রেয়স তলপড়ের জন্মদিন। ভক্তদের শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়।