কন্যাভ্রুণ হত্যা ও একা মায়ের লড়াইয়ের গল্প বলতে পর্দায় আসছে 'সেভ দ্য মাদার্স'

শুভেন্দু দাস-এর পরিচালনায় ইন্ডিজ এন্টারটেনমেন্ট -এর প্রযোজনায় পর্দায় আসছে সেই গল্প, 'সেভ দ্য মাদার্স'।

মানস দেব অভিনয় করেছেন ডোম-এর ভূমিকায়।

পূজার বাবার ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে।

পূজার শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন রাজেশ শর্মা।

শকুনের ভূমিকায় রয়েছেন পার্থসারথি চক্রবর্তী।

স্নেহা বিশ্বাস অভিনয় করেছেন ফুলির ভূমিকায়।

সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন গ্রামের মোড়লের ভূমিকায়।

সায়ন ঘোষ অভিনয় করেছেন গ্রামের মোড়লের ছেলের ভূমিকায়।