আজ ১৮ জুলাই, থেকে শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস কথিত আছে এই দিন উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালনে সন্তুষ্ট হন মহাদেব। কথিত আছে এই দিন উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালনে সন্তুষ্ট হন মহাদেব। সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন। শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন এ দিন মহাদেবকে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায় এই দিন বাড়িতে আসা কোনও মানুষকে ফেরাবেন না তামা, রুপো বা কাঁসার পাত্র দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়