স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪৪ কোটি অ্যাকাউন্ট হোল্ডারের জন্য সুখবর। ফের একবার ফিক্সড ডিপোজটে সুদের হার বাড়াল SBI
১৩ অগাস্ট থেকে নতুন হার কার্যকর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২ কোটি টাকার নিচে FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক।
আপনি যদি ব্যাঙ্কে FD করার কথাও ভাবেন, তাহলে দেখে নিন কত দিনের মেয়াদে কত টাকা দিচ্ছে ব্যাঙ্ক।
211 দিন থেকে 1 বছরের কম -4.60%
1 থেকে 2 বছর - 5.45%
2 থেকে 3 বছর -5.60%
3 থেকে 5 বছর -5.60%
5 থেকে 10 বছর - 5.65%
প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার - (2 কোটির কম)
7 থেকে 45 দিনের FD - 3.40%
46 থেকে 179 দিনের FD - 4.40%
180 দিন থেকে 210 দিন FD-5.05%
211 দিন থেকে 1 বছরের কম-5.10%
1 থেকে 2 বছর - 5.95%
2 থেকে 3 বছর - 6.00%
3 থেকে 5 বছর -6.10%
5 থেকে 10 বছর - 6.45%