স্টেট ব্যাঙ্কের নামে যেকোনও মেসেজে পেলেই বিশ্বাস করবেন না। আগে যাচাই করে নেবেন এই বিষয়গুলি।

বেশিরভাগ ক্ষেত্রে KYC আপডেটের নামে গ্রাহকদের ঠকায় প্রতারকরা। দ্রুত অ্যাকাউন্টের তথ্য না জানালে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় জালিয়াতরা।

একবার আপনার অ্যাকাউন্টের তথ্য হাতে এলেই উধাও হবে টাকা। এবার থেকে আর তা হবে না।

কেবল স্টেট ব্যাঙ্কের মেসেজ বুঝতে দেখে নিতে হবে কিছু কোড। যা থাকলে ওই বার্তা যে SBI পাঠিয়েছে তা আর বুঝতে অসুবিধা হবে না।

এসবিআই এক বার্তায় জানিয়েছে, এসবিআই থেকে যা মেসেজ আসবে তা SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB-এর মতো গুরুত্বপূর্ণ কোড দিয়ে পাঠানো হয়।

আপনি যদি এই কোডগুলির সঙ্গে মেসেজ পান তাহলে বুঝে নেবেন, এর মধ্যে কোনও জালিয়াতি নেই।

যে পদ্ধতিতে ব্যাঙ্ক আপনাকে মেসেজ পাঠায়, সেই পদ্ধতি অনুসরণ করে সাইবার ফ্রডরা আপনাকে এসএমএসে মেসেজ পাঠায়।

ব্যাঙ্কের তরফে কখনও আপনার থেকে ব্যক্তিগত তথ্য ও ওটিপি চাওয়া হয় না। যেকোনও সময় আপনাকে ব্যাঙ্ক থেকে KYC-এর জন্য বিশদ জানতে চাওয়া হয় না।

কোনও ব্যাঙ্ক আপনাকে কোনও লিঙ্কে ক্লিক করতে বলে না। এই সবই প্রতারকদের কাজ।

প্রতারণামূলক বার্তাগুলিতে অনেক ভুল থাকে। যেখানে ব্যাকরণের ভুল থেকে শুরু করে নাম পর্যন্ত ভুল থাকতে পারে।