স্টেট ব্যাঙ্কের নামে যেকোনও মেসেজে পেলেই বিশ্বাস করবেন না। আগে যাচাই করে নেবেন এই বিষয়গুলি।
বেশিরভাগ ক্ষেত্রে KYC আপডেটের নামে গ্রাহকদের ঠকায় প্রতারকরা। দ্রুত অ্যাকাউন্টের তথ্য না জানালে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় জালিয়াতরা।
এসবিআই এক বার্তায় জানিয়েছে, এসবিআই থেকে যা মেসেজ আসবে তা SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB-এর মতো গুরুত্বপূর্ণ কোড দিয়ে পাঠানো হয়।
আপনি যদি এই কোডগুলির সঙ্গে মেসেজ পান তাহলে বুঝে নেবেন, এর মধ্যে কোনও জালিয়াতি নেই।
কোনও ব্যাঙ্ক আপনাকে কোনও লিঙ্কে ক্লিক করতে বলে না। এই সবই প্রতারকদের কাজ।
প্রতারণামূলক বার্তাগুলিতে অনেক ভুল থাকে। যেখানে ব্যাকরণের ভুল থেকে শুরু করে নাম পর্যন্ত ভুল থাকতে পারে।