গ্রাহকদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার থেকে মাসে তিনবার দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহক।

তবে কেবল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা দেওয়া হবে। ঘরে বসেই ব্যাঙ্কের অনেক পরিষেবার পাবেন এই গ্রাহকরা।

ট্যুইটে SBI লিখেছে, ব্যাঙ্কের বিশেষভাবে সক্ষম গ্রাহকরা মাসে তিনবার বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিতে পারবেন।

এসবিআই এর সঙ্গে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে এর প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

এসবিআই গ্রাহকরা ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরগুলিতে কল করে এর জন্য নিজেদের রেজিস্টার করতে পারেন। ব্যাঙ্ক এর জন্য দুটি নম্বর দিয়ে দিয়েছে।

এই নম্বরগুলো হল- 18001037188 ও 18001213721 । SBI-এর ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা -এর জন্য রেজিস্টার করতে চান, তাহলে এই নম্বরগুলিতে কল করতে পারেন।

ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, চেক স্লিপ পিকআপ, ফর্ম পিকআপ, ড্রাফ্ট ডেলিভারি পরিষেবা পাবেন এতে।

সঙ্গে থাকবে টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপ, হোম ব্রাঞ্চ রেজিস্ট্রেশন পরিষেবা সহ ডকুমেন্ট পিকআপের সুবিধা।

এ ছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪৪ কোটি অ্যাকাউন্ট হোল্ডারের জন্য সুখবর রয়েছে। ফের একবার ফিক্সড ডিপোজটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক (SBI)।

গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-তে 2.90% থেকে 5.65% পর্যন্ত সুদের হার অফার করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷