গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলতে এবার নতুন কৌশল নিয়েছে জালিয়াতরা। আপনার এক ভুলের মাশুল গুণতে হবে অ্যাকাউন্টের টাকা খুইয়ে।

ভুয়ো কলের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনেক ঘটনা দেশজুড়ে সামনে আসছে।

যে বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্ক্যাম কলগুলি মোকাবিলা করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছে৷ জেনে নিন, কী রয়েছে সেই ভিডিয়োতে।

SBI তার টুইটার অ্যাকাউন্টে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে। যেখানে বলা হয়েছে, এই ধরনের কল এলে পাল্টা কেউ ওই নম্বরে ফোন করবেন না।

পাশাপাশি এই ধরনের এসএমএস-এর উত্তরও না দিতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ব্যাঙ্ক জানিয়েছে, এই ধরনের ভুয়ো কল বা এসএমএস-এর উত্তর দিলে আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরি করতে পারে প্রতারকরা।

এসবিআই-এর এই ভিডিয়োতে বলা হয়েছে,গ্রাহকদের প্রতারিত করতে নতুন ফাঁদ পেতেছে ঠগরা ।যেখানে তাদের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে ফোন করা হচ্ছে।

প্রতারণার কলে বলা হচ্ছে, “প্রিয় গ্রাহক, আজ রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ অফিস থেকে আপনার পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন হয়ে যাবে।

গত মাসের বিল আপডেট করেননি তাই এই ব্যবস্থা নিতে বাধ্য় হবে কর্তৃপক্ষ। অবিলম্বে আমাদের বৈদ্যুতিক অফিসে যোগাযোগ করুন

তাই ব্যাঙ্কের নামে যারা আপনাকে ভুয়ো এসএমএস করছে, তাদের বানানে বা ব্যাকরণগত ভুল দেখতে পাবেন। কোনও লেনদেন করার আগে অ্যাকাউন্ট যাচাই করে নিন।