ঘণ্টাধ্বনি নয়, শঙ্খধ্বনি দিয়ে শুরু হল স্কুল
শুরু হল নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস
স্কুলে অবশ্য দূরত্ববিধি বজায় রাখার উপর জোর দেওয়া হয়
ক্লাসে দূরত্ব বজায় রেখেই বসতে হয় পড়ুয়াদের
দীর্ঘদিন পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় খুশি পড়ুয়ারা
স্কুলে প্রবেশ করার সময় পড়ুয়াদের হাতে দেওয়া হয় স্যানিটাইজার
সবার জন্য না হলেও, শেষপর্যন্ত স্কুল চালু হওয়ায় খুশি সবাই
আগের মতো বন্ধুদের সঙ্গে নয়, আলাদা টিফিন খেল পড়ুয়ারা
স্কুলে প্রবেশ করার সময় বা প্রার্থনার সময়ও বজায় থাকল দূরত্ববিধি
করোনা আবহে পড়ুয়াদের নিজেদের বোতলেই খেতে হচ্ছে জল