পৃথিবীর বিকল্প বাসস্থান পেতে চলছে অনুসন্ধান বৃহস্পতির উপগ্রহ ইউরোপাও রয়েছে নজরদারিতে কিন্তু কিছুটা হলেও ধাক্কা খেলেন বিজ্ঞানীরা যতটা ভাবা হয়েছিল, ততটা অক্সিজেন নেই ইউরোপায় হাতেকলমে পাওয়া তথ্য অন্তত এমন জানান দিচ্ছে NASA-র Juno অভিযান থেকে এই তথ্য মিলেছে ইউরোপায় প্রতি সেকেন্ডে ১০০০ কেজি অক্সিজেন উৎপন্ন হয় বলে আগে ধারণা ছিল এখন জানা গেল, এখন পরিমাণ সেকেন্ডে মাত্র ১২ কেজি তবে ইউরোপার গোটা অংশ ঢাকা পুরু বরফের চাদরে বরফ বেশ কিছুটা চাহিদার জোগান দিতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা