আরও এক সাফল্যের পালক ISRO-র মুকুটে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হল INSAT-3DS কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর উপর নজরদারি চালাবে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ু, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে চলবে নজরদারি Geosyncronus Launch Vehicle 14-এ চাপিয়ে উৎক্ষেপণ হল পৃথিবীর কক্ষপথ থেকে লাগাতার নজরদারি চালাবে এর পর আরও একটি উপগ্রহ পাঠাবে ISRO GSLV রকেটে চাপিয়ে NISAR কৃত্রিম উপগ্রহকে পাঠানো হবে সেটি ISRO এবং NASA-র যৌথ অভিযান হবে