শুরু হল নতুন ছবি 'অংশুমান এমবিএ'-এর দ্বিতীয় দফার শ্যুটিং। এই ছবিতে জুটি বাঁধবেন সোহম চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়। অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়, ভিভান ঘোষ, রাজীব বসু, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে। এই ছবির গল্পে বেশ আধুনিকতার ছোঁয়া রয়েছে। সেই সঙ্গে রয়েছে বাস্তব ভাবনাও। ছবির বিষয়বস্তু সম্পর্কে পরিচালক জানান, এই ছবিতে নায়কের বিপরীত চরিত্র রয়েছে, কিন্তু এই ছবি ঠিক নায়ক আর ভিলেনের ছবি নয়। অংশুমান খুব তুখোড় ছাত্র। সে একজন ব্যবসায়ী বাড়ির ছেলে যে বাবার ব্যবসায় যোগ দিতে চায় না। বাবার সঙ্গে তার অম্লমধুর সম্পর্ক। অংশুমানের পৈতৃক ব্যবসা হোসিয়ারির। ছোট থেকেই এই ব্যবসা নিয়ে বেশ লজ্জ্বিত সে। বন্ধুরাও ক্ষ্যাপাত। এমবিএ-তে প্রথম স্থান অধিকার করে বন্ধুর সঙ্গে একটি স্টার্ট আপ কোম্পানি খোলে সে। ভালই চলতে থাকে সেটা। এমন সময়ে বন্ধু শান্তনুর বিয়েতে গিয়ে সে প্রেমে পড়ে লাবণ্যর। সে দাদুর কাছে মানুষ। আধুনিকা কিন্তু উগ্র নয়। লাবণ্যর মন জয় করতে অংশু রবীন্দ্রনাথ কণ্ঠস্থ করে ফেলে। কিন্তু তার থেকে বাড়ির ব্যবসার কথা লুকোতে গিয়েই সমস্যার শুরু। আজকের দিনের সম্পর্ক, বাবার সঙ্গে ছেলের বোঝাপোড়া, প্রেমে পড়ে তাকে শেষ পরিণতি দেওয়ার গস্ব বলবে 'অংশুমান MBA'।