এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জাহ্নবী কপূর। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর সর্বশেষ কাজ 'গুড লাক জেরি'। প্রযোজক-পরিচালক বনি কপূর ও অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। ২০১৮ সালে 'ধড়ক' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন জাহ্নবী। মাত্র ২১ বছর বয়সে মা অর্থাৎ কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীকে হারান জাহ্নবী। ২০১৮-র পর ২০২০ সালে ফের তাঁকে ছবিতে দেখা যায়। একই বছরে মুক্তি পায় 'ঘোস্ট স্টোরিজ' ও 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল'। ২০২১ সালে 'রুহি' মুক্তি পায়। হাতে রয়েছে আরও তিনটি ছবি। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা 'মিলি' ও 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'। ২০২৩ সালে মুক্তি পাবে বরুণ ধবন ও জাহ্নবী কপূরের 'বাওয়াল'।