২০০৯ সালের জনপ্রিয় 'ফির মহব্বত' গান দিয়ে আত্মপ্রকাশ করেন অরিজিৎ সিংহ। সেই থেকে তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁকে নিয়ে উন্মাদনা এক চুলও কমেনি। বরং দিন দিন তা বেড়েছে। প্রায় প্রত্যেক ছবিতেই তাঁর কণ্ঠে গান থাকেই। ২০১২ সালে মুক্তি পায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। সেখানে 'ইশক ওয়ালা লভ' গান দিয়ে বলিউডে খাতা খোলেন নীতি মোহন। এরপর হিন্দির সঙ্গেই কন্নড়, তামিল, তেলুগু, মরাঠির মতো ভাষায় অজস্র গান গেয়েছেন তিনি। শ্রীলঙ্কার ভাইরাল সেনসেশন ইয়োহানি সম্প্রতি বলিউডে 'মানিকে' গান দিয়ে ডেবিউ করলেন। অজয় দেবগণের 'থ্যাঙ্ক গড' ছবিতে এই গান রয়েছে। এই আসল সংস্করণ 'মানিকে মাগে হিথে'ও ইয়োহানির গাওয়া। ২০১৪ সালে সানি লিওনের গলায় 'বেবি ডল' গান কার না জানা। সেটিই প্রথম ব্রেক কণিকা কপূরের। দুর্দান্ত ডেবিউর এরপর একাধিক হিট গানে কণ্ঠ দিয়েছেন কণিকা। ২০১২ সালে মুক্তি প্রাপ্ত পরিণীতি চোপড়া-অর্জুন কপূর অভিনীত 'ইশকজাদে' ছবির 'পরেশাঁ' গান দিয়ে শুরু শাল্মলি খোলগড়ের। এরপর 'ম্যায় তেরা হিরো', 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'র মতো একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন তিনি।