দীর্ঘ প্রেমপর্বের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলি ফজল এবং রিচা চড্ডা নবাবের শহর লখনউতে অওয়ধি সংস্কৃতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলি আর রিচা সোশ্যাল মিডিয়ায় নিজের মেহেন্দি-সাজের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রিচা। সমুদ্ররঙা গাউনের নেটের ওপর সুতোর সূক্ষ কাজের লেহঙ্গায় নববধূ রিচা অনন্যা। হাতের ভরাট মেহেন্দির সঙ্গে নজর কাড়ছিল রিচার সবুজ হলুদ কাচের চুড়ি। গায়ে কস্টিউম জুয়েলারি। চুলের বিনুনিতে ফুলের মালা লাগিয়েছিলেন রিচা। আলির বাহুলগ্না রিচা যেন আরও সুন্দরী। করোনা পরিস্থিতির পরে পিছিয়ে গিয়েছিল আলি-রিচার বিয়ে, পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই বিয়ে সারলেন তাঁরা। মেহেন্দিতে রিচার সাজ ছিল নজরকাড়া, হালকা সাজের সঙ্গে একরঙা লেহঙ্গাই বেছেছিলেন রিচা। বিয়ের সাজে প্যাস্টেড শেড বেছেছিলেন আলি-রিচা। তাতেই জমজমাট বিয়ের সাজ।