২০২১। আইপিএলে সিএসকে-র ম্যাচের পর গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সেই ভিডিও সেই সম্পর্কই এবার পরিণতি পেল প্রেমিকা জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন ক্রিকেটার দীপক চাহার বুধবার, ১ জুন সাত পাকে বাঁধা পড়লেন দীপক-জয়া আগ্রার হোটেল জেপি প্যালেসে হল বিয়ের অনুষ্ঠান দীপকের পরনে ছিল অফ হোয়াইট রংয়ের শেরওয়ানি মাথায় পাগড়ি, দীপকের গলায় ছিল সবুজ রংয়ের কস্টিউম জুয়েলারি জয়া পরেছিলেন গাঢ় পিচ রংয়ের লেহেঙ্গা। হাতে চূড়া। সঙ্গে মানানসই অলঙ্কার চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন অলরাউন্ডার দীপক চাহার