শমিতা শেট্টির জন্মদিন, ৪৩ বছরে পা দিলেন বার্থডে পার্টি: মুম্বইয়ে আয়োজন করা হয় লাল ড্রেসে নজরকাড়া, কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে 'বিগ বস'-এ দুর্দান্ত পারফর্ম্যান্স তাঁকে ফের শিরোনামে এনেছে 'বিগ বস ১৫'-এ তিনি চতুর্থ স্থান পেয়েছেন আদুরে বোনকে মিষ্টি শুভেচ্ছা জানান শিল্পা 'ভালবাসা' শমিতাকে শুভেচ্ছা রাকেশ বাপাতের 'বিগ বস ওটিটি'-র সবচেয়ে চর্চিত জুটি শমিতা শেট্টি ও রাকেশ বাপাত অনুষ্ঠান শেষে ডিনার ডেট সম্পর্ক নিয়ে জল্পনায় ঘি ঢালে শমিতার জন্মদিনে রাকেশের রোম্যান্টিক ছবি পোস্ট