শনিদেব ন্যায়ের দেবতা। তিনি কর্মফল অনুসারে মানুষের ভাগ্য দেন। বিশ্বাস করা হয়, শনির পথ পরিবর্তন মানেই সব রাশির ভাগ্যে বদল। আগামী ৩০ জুন স্থান বদল ঘটবে শনির। আর তার জেরে কপাল খুলবে কিছু রাশির। এর ফলে ১২ রাশির উপরই নজর থাকবে শনির। তবে বরাত খুলতে পারে ৩ রাশির। ৫ জুন থেকে বৃষরাশির ভাগ্যে উন্নতির যোগ। প্রসন্ন থাকবেন শনি। চাকরি ক্ষেত্রে উন্নতি অনিবার্য। পরিবারেও আসবে সমৃদ্ধি। মিথুন রাশির জাতকদের উপরও শনির সরাসরি প্রভাব পড়বে। আর্থিক লাভ হতে পারে, ভাল চাকরি পেতে পারেন। তুলা রাশির জাতকরাও পরিশ্রমের ফল পাবেন। শনির খুব প্রিয় ফুল হল নীল অপরাজিতা ফুল। এই ফুল দিয়ে পুজোয় সন্তুষ্ট হন শনি।