আজ ৩ এপ্রিল, ৩৫তম জন্মদিন পালন করছেন অভিনেতা বিক্রান্ত মেসি স্বামীকে আদুরে শুভেচ্ছা জানিয়ে এদিন তাঁর স্ত্রী শীতল ঠাকুর বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করেন আদর ও ভালবাসায় মাখা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শীতলের পোস্ট সত্যিই মন ভাল করে দেয় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিনই সাত পাকে বাঁধা পড়েন বিক্রান্ত ও শীতল বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর একসঙ্গে 'ব্রোকেন বাট বিউটিফুল' সিরিজে একসঙ্গে কাজ করেছেন বিয়ের এই অদেখা ছবিগুলি থেকে চোখ সরানো ভার, ঠিক যেন 'মেড ফর ইচ আদার' স্বামীর জন্মদিনে ছবি পোস্ট করে সঙ্গে আবেগগন ক্যাপশন লেখেন শীতল তাঁর 'অবিশ্বাস্যভাবে প্রতিভাবান' স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পোস্টে উত্তর দিয়েছেন বিক্রান্ত, লিখেছেন, 'ধন্যবাদ, আমার সবকিছু' সম্প্রতি 'লভ হোস্টেল' নামক ছবিতে সানিয়া মলহোত্রর সঙ্গে কাজ করেন বিক্রান্ত