সদ্যই গিয়েছে শেহনাজ গিলের জন্মদিন সোশ্যাল মিডিয়ায় দিলেন নতুন ছবি সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন কিছু ছবি পোস্ট করেছেন শেহনাজ গিল হালকা গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়িতে সেজেছিলেন শেহনাজ গিল সঙ্গে পরেছিলেন মানানসই গয়না গোলাপি শাড়ির সঙ্গে ন্যুড মেকআপে সেজেছিলেন শেহনাজ গিল গোলাপি আইশ্যাডো এবং ন্যুড লিপস্টিকে সাজেন 'হসলা রাখ' অভিনেত্রী ছবি শেয়ার করে শেহনাজ গিল লেখেন, 'স্বপ্ন সত্যি হোক। আপনারা কী অনুভব করেন?' সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় শেহনাজ গিল তাঁর ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো আগেও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শেহনাজ গিল কিন্তু তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে দেয় রিয়েলিটি শো 'বিগ বস'