বলিউড অভিনেত্রী শেহনাজ গিল।
ABP Ananda

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ছোট পর্দা থেকে পা রাখতে চলেছেন বড় পর্দায়

সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবি দিয়ে
ABP Ananda

সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর

সম্প্রতি জনপ্রিয় এক গানের রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে
ABP Ananda

সম্প্রতি জনপ্রিয় এক গানের রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় শেহনাজ গিলকে

শেহনাজ গিল জানান যে, অনেক পরিবারই

শেহনাজ গিল জানান যে, অনেক পরিবারই মেয়েদের কাজ করায় সমর্থন করে না

ভাগ্যবান তাঁরা হন, যাঁদের পরিবারে মেয়েদের কাজ করার জন্য সমর্থন রয়েছে

শেহনাজ বলেন, 'আমাদের দেশে খুব কমই পরিবার রয়েছে, যেখানে মেয়েদের কাজ করাকে সমর্থন করা হয়

আমি আমার স্বপ্ন পূরণ করতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম।'

শেহনাজ আরও বলেন, 'এই প্রথমবার আমি আমার মা-কে দেশের বাইরে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারলাম। আর এই অনুভূতি অসাধারণ।'

'যখন তুমি তোমার বাবা-মায়ের জন্য কিছু করতে পারবে, বুঝতে পারবে, সেই অনুভূতি কতটা অন্যরকম হয়।' বলেন অভিনেত্রী।

'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে দেখা যায় শেহনাজ গিলকে। ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে তিনি দর্শকদের মন জিতে নেন