বুল্লেয়া - কর্ণ জোহরের প্রেমের ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর এই গানে মহিলা কণ্ঠ ছিল শিল্পা রাওয়ের।

ইশক শাভা - যশ চোপড়ার রোম্যান্টিক ড্রামা 'যব তক হ্যায় জান'-এর এই গানে একে অপরের কাছে আসেন শাহরুখ, ক্যাটরিনা। মহিলা কণ্ঠে শিল্পা।

মনমরজিয়াঁ - শিল্পা রাওয়ের কর্মজীবনের অন্যতম সেরা গান এটি। 'লুটেরা' ছবির গান এটি।

ঘুংরু - 'ওয়ার' ছবির গান ঘুংরু। পঙ্কজ উদাসের 'ঘুংরু টুট গয়ে'র প্যারোডি এটি।

ও অজনবী - ইমরান হাশমি ও সায়লি ভাগত অভিনীত এই গান। বিশাল দাদলানির সঙ্গে ডুয়েট গান তিনি।

কলঙ্ক - 'ঘুংরু'র সঙ্গে একই বছরে চার্টবাস্টারে জায়গা করে নেয় 'কলঙ্ক' ছবির টাইটেল ট্র্যাকও। বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও গানটি মন কাড়ে সকলের।

ঢোল ইয়ার ঢোল - অমিত ত্রিবেদীর সঙ্গে প্রথম কাজ শিল্পার। অনুরাগ কাশ্যপের 'দেব ডি'র গান এটি।

মেহেরবান - সিদ্ধার্থ আনন্দ পরিচালিত হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'ব্যাং ব্যাং' ছবির গান এটি।

মুঝমে - বাংলা ছবি 'প্রাক্তন'-এর হিন্দি সংস্করণ 'জলেবি'। সেই ছবির গান 'মুঝমে'।

মাহি - শিল্পা রাওয়ের 'মাহি' অ্যালবামের অন্যতম সেরা গান এটি।