বিনোদন জগতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া একজন অভিনেতা অল্লু অর্জুন। দক্ষিণী এই অভিনেতার জন্মদিন ৮ এপ্রিল। প্রথম ক্যামেরার সমানে যখন দাঁড়িয়েছিলেন অল্লু অর্জুন, তখন তাঁর বয়স মাত্র ৩ বছর পরিবারের সঙ্গে রুপোলি পর্দার যোগ ছিল আগেই... অল্লু অর্জুনের বাবা ছিলেন প্রযোজক, কমেডিয়ানের চরিত্রে সুনাম অর্জন করেছিলেন দাদুও ২০০১ সালে 'ড্যাডি' (Daddy) ছবিতে দেখা গিয়েছিল অল্লুকে, তবে অভিনেতা নয়, নৃত্যশিল্পী হিসেবে বর্তমানেও অভিনয়ের পাশাপাশি অল্লুর নাচের প্রতিভা ঈর্ষণীয়। তাঁর নাচের ক্ষিপ্রতা, স্টেপ, স্টাইল, সবেতেই মুগ্ধ অনুরাগীরা গঙ্গোত্রী ছবির হাত ধরে পেশাগতভাবে বড়পর্দায় পা রাখেন অল্লু অর্জুন, তাঁর প্রথম ছবির প্রযোজক ছিলেন তাঁর বাবাই। নাচের পাশাপাশি অল্লু একজন প্রশিক্ষণপ্রাপ্ত জিমন্যাস্ট। প্লেব্যাকে গানও গেয়েছেন তিনি। কেবল অভিনয় ও নাচ নয়, অনেকেই জানেন না, অল্লু অর্জুন একজন চারকোল শিল্পী। আঁকতে ভালবাসেন তিনি শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অ্যানিমেশনের প্রশিক্ষণও নিয়েছিলেন অল্লু।