এই গল্প গোয়েন্দা অফিসের অন্দরের। মানবপাচার, একের পর এক অনৈতিক কাজ আর এক 'সীমান্ত'-এর গল্প। এই গল্পে সবাই শুধু জানতে চায় সত্যিটা। মুক্তি পেল সুমন মৈত্রের নতুন ছবি 'সীমান্ত'-র ট্রেলার। মুখ্য ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। এই ছবিতে আরও দেখা যাবে, সাহেব ভট্টাচার্য্য , রণজয় বিষ্ণু, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, ঋষি রাজ ও অন্যান্যদের। ট্রেলার জুড়ে রয়েছে রহস্যের সন্ধান, অ্যাকশান আর বেআইনি ব্যবসা চক্রান্তকে খুঁজে বের করার গল্প। ট্রেলার জুড়ে রয়েছে ভরপুর অ্যাকশান। আইবি-র একজন তদন্তকারী অফিসারের ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকে। ট্রেলারে নজর কেড়েছে পায়েলের রাশভারী অভিনয়। এই ছবিতে ছোট হলেও রহস্যময় চরিত্রে নজর কাড়বেন সাহেব। ট্রেলারেও রহস্য বাড়িয়েছে তাঁর চরিত্র। পায়েলের সঙ্গে আরও ২ জন অফিসারের ভূমিকায় রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়। ছবির গল্প কিছুটা এমন,ইন্টেলিজেন্স ব্যুরো বা IB-র একটি বিশেষ দল কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘটে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের গতি ধরে এগিয়ে তাঁরা অপরাধ জগতের এক মাস্টারমাইন্ডের সম্পর্কে জানতে পারে। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে কাজ করে এই অপরাধচক্র।