দুটি মানুষ দুই ভিন্ন মেরুর। একজন এক্কেবারে কড়া, নিয়মমাফিক, পড়াশোনায় ভালো, চাকুরীজীবী... অন্যজন আবার উল্টো। রাত গড়ালেই পার্টি, মদ আর বন্ধু... কিন্তু কেমন হবে এমন ২টো মানুষের যদি বিয়ে হয়? এই গল্পকেই পর্দায় ফুটিয়ে তুলবেন সোহম চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবির নাম পাকা দেখা। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সোহম চক্রবর্তী ও শুভমের পরিবেশনায় আসছে নতুন ছবি 'পাকা দেখা'। ছবির ট্রেলার বলছে, এই গল্প মজার মোড়কে ২টি পরিবারের বৈপরীত্যের গল্প। কেবল পাত্র বা পাত্রী নয়, চরম বৈপরীত্য দুই পরিবারের মধ্যে। সোহম ব্যাঙ্কে চাকুরীজীবী, শান্ত.. ভীষণ নিয়মমাফিক জীবন তাঁর। অন্যদিকে নিজের জীবনে চরম উৎশৃঙ্খল সুস্মিতা। এই দুজনের বিয়ের ঠিক হয় গল্পে। কিন্তু দুজনের পরিবার আবার একেবারে ভিন্ন। সোহমের পরিবার যথেষ্ট উৎশৃঙ্খল আর সুস্মিতার পরিবার যথেষ্ট পরিশীলিত। এই দুই পরিবারের সমীকরণ কেমন হবে সেই গল্পই পর্দায় তুলে ধরবে 'পাকা দেখা'। ছবি মুক্তি পাবে ২ সেপ্টেম্বর। অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায়, দীপঙ্কর দে। ছবিটির প্রযোজনা করছে 'সোহমস এন্টারটেনমেন্ট' ও 'সোনম মুভিস'। প্রকাশ্যে এসেছে ছবির শ্যুটিংয়ের কিছু ছবি। ট্রেলার লঞ্চে ছিলেন কলাকুশলীরাও।