বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। সেই সঙ্গে বেল গাছের ফুলও। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয়। ছেঁড়া বা শুকিয়ে যাওয়া বেল পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না। বেলপাতাটি ভেঙে না যায় বা এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে। নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। ধুতুরা, অপরাজিতা, জুঁই, নাগ কেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে। ফুল টাটকা হওয়া উচিত এবং বাসি নয়। যে ফুলগুলি নিষিদ্ধ তা হল- কদম্ব, কেভদা, কেতকী। এই দিনে কালো কাপড় পরবেন না। শুধু পুজোয় অক্ষত ফল নিবেদন করুন। শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয়। ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেল জল নয়।