২০১৫-র জানুয়ারিতে জনতার দরবার অনুষ্ঠান চলাকালীন এক যুবক জুতো ছোড়েন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী রাম মাঝির দিকে তাক করে।

২০১২-র জানুয়ারীতে দেহরাদুনে নির্বাচনী মিছিল করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।

২০১৩-র মার্চে করাচির এক আইনজীবী প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের দিকে জুতো ছুড়েছিলেন।

২০১০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের দিকে বুট ছুড়েছিলেন এক পুলিশকর্মী।

২০০৯ সালে আমদাবাদে এক মিছিলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।

রাজধানীতে সাংবাদিক সম্মেলন চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতো ছোড়েন জনৈক ব্যক্তি। ৯ এপ্রিল ২০১৬-র ঘটনা।

২০০৮ সালের ডিসেম্বরে বাগদাদে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের দিকে উড়ে গিয়েছিল জোড়া জুতো।

২০০৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দিকে জুতো ছুড়েছিলেন এক সাংবাদিক।

২০০৯ সালে এক সভামঞ্চে ওঠার পথে কাঠের চপ্পল উড়ে গিয়েছিল লালকৃষ্ণ আদবাণীর দিকে।

২০১০-র সেপ্টেম্বরে ডাবলিনে জুতো, ডিম উড়ে এসেছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের দিকে।