জল্পনাতেই শিলমোহর, আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।



শনিবার দিল্লিতে মাত্র ১৫০জন অতিথি অভ্যাগতের মধ্যে আংটিবদল করলেন এই দুই তারকা।



অনুষ্ঠান শেষের পরে পাপারাৎজিদের সামনে আসেন জুটি, পরিবারের তরফ থেকে করা হয় মিষ্টি বিতরণও।



বিশেষ দিনের জন্য পরিণীতি বেছে নিয়েছিলেন মণীশ মলহোত্রর পোশাক। একটি সালোয়ার শ্যুট পরেছিলেন তিনি।



প্রেয়সীর সঙ্গে পোশাকের রঙ মিলিয়ে রাঘব পরেছিলেন আইভরি রঙের কুর্তা ও কোট।



ভারি টিকলি আর দুলে হালকা অথচ আভিজাত্যপূর্ণ সাজে সেজেছিলেন পরিণীতি। তিনি চিরকালই সাদামাটা সাজতে ভালবাসেন।




ডিজাইনার পবন সাচদেভের পোশাকে সেজেছিলেন রাঘব, তিনিও বেছেছিলেন আইভরি রঙই।


রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।'




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ছিলেন তাঁর স্ত্রীও।


এদিনের অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া একটি হলুদ রাফল শাড়ি পরে ক্যামেরাবন্দি হন।