দাদার বিয়েতে মজেছেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট হাজির ছিলেন অভিনেত্রীর প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার লেহেঙ্গা, ন্যুড মেক-আপে নজরকাড়া শ্রুতি জমিয়ে নাচলেন, বিভিন্ন ছবিতে স্পষ্ট শ্রুতির প্রেম নিয়ে সমালোচনা, বেশ পোক্ত হাতেই সামলান সোশ্যাল মিডিয়ায় প্রেম নিয়ে খোলামেলা, সমাজের বিশেষ তোয়াক্কা করেন না তাঁর সোশ্যাল মিডিয়া ঝলমল করে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো ছবিতে