বিয়ের পরে প্রথমবার প্রকাশ্যে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী

বিমানবন্দরে ক্যামেরাবন্দি নবদম্পতি। আজই সূর্যগড় প্যালেস ছেড়ে ফেরার কথা তাঁদের

আজ সিদ্ধার্থ-কিয়ারার যে ছবি ধরা পড়ল, তাতেও ছিল রংমিলান্তি। কালো টপ আর কালো প্যান্ট পরেছিলেন কিয়ারা

কিয়ারা গায়ে দিয়ে নিয়েছিলেন একটি সাদা কালো প্রিন্টেড স্টোল। বিয়ের আগে থেকেই একাধিকবার চর্চা হয়েছে তাঁর স্টোল নিয়ে

জয়সলমীর যাওয়ার সময় সাদা পোশাকের সঙ্গে একটি গোলাপি স্টোল নিয়েছিলেন কিয়ারা। তার দাম ছিল ৮৬ হাজার টাকা

সিদ্ধার্থও পরেছিলেন কালো প্যান্ট ও ব্লেজার। কনস্ট্রাস্ট করে পরেছিলেন সাদা টি শার্টও।

নববধূকে ভিড়ের মধ্যে আগলে নিয়েই গাড়িতে ওঠেন সিদ্ধার্থ। তবে তার আগে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হেসে হাতও নাড়েন

কিয়ারার সিঁথিতে ঝলমল করছে সিঁদুর, তাঁর চোখে ছিল সানগ্লাস।

কিয়ারা চিরকালই হালকা সাজতে ভালবাসেন। এদিনও তাঁর মুখে ছিল ন্যুড মেকআপ।

কথায় বলে, মেহেন্দির রঙ যত গাঢ় হয়, ততই নাকি গাঢ় হয় স্বামী-স্ত্রীর ভালবাসা। নজর কাড়ল কিয়ারার হাতের সেই গাঢ় মেহেন্দি।