উদ্বোধন হল অনুপম রায়ের নতুন অ্যালবাম 'অদৃশ্য নাগরদোলা ট্রিপ'-এর ভাবনায় তৈরি প্রদর্শনীর।

হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সোহিনী সরকার, ইমন চক্রবর্তীরা।

প্রদর্শনী ঘুরে দেখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও অন্যান্য শিল্পীরাও।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন অ্যালবামের ৩টি গান, 'কেমন আছো অ্যানি হল', 'অবশ' এবং 'বিচার'

এদিন অনুপমের প্রদর্শনীতে হাজির ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অনুপমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুপমের আটটি গানের ভাবনা নিয়ে তৈরি হয়েছিল আটটি স্থাপত্য বা ছবি।

বিভিন্ন বিভাগের শিল্পীরা নিজের মতো করে অনুপমের গানে কল্পনা মিশিয়ে বানিয়েছিলেন এই শিল্পগুলি।

অনুষ্ঠানে হাজির থেকে সোহিনী ভাগ করে নেন প্রথম অনুপম রায়ের গান শোনার স্মৃতি।

আরও ৫টি গান ধীরে ধীরে মুক্তি পাবে বলে জানিয়েছেন অনুপম।