Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, হরমোনের কারণে কিংবা আবহাওয়া পরিবর্তনের ফলেও ব্রণ দেখা দেয়

Image Source: pixabay.com

খাদ্যাভ্যাসের কারণেও ব্রণর সমস্যা দেখা দিতে পারে। অবসাদের কারণেও অনেক সময় ব্রণ বা অ্যাকনে দেখা দিতে পারে

Image Source: pixabay.com

ব্রণ বা অ্যাকনে একবার হলে তা একদিনের মধ্যে সেরে যাওয়া সম্ভব নয়। এটি নিজে থেকে কমে যেতে বেশ কয়েকটা দিন সময় লাগে

Image Source: pixabay.com

তাই এই সময়টা ধৈর্য্য রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ব্রণ একবার ত্বকে দেখা দিলে অনেকেই তা নখ দিয়ে খুঁটে থাকেন

Image Source: pixabay.com

এতে ফল আরও খারাপ হতে পারে। ব্রণ নখ দিয়ে খুঁটলে তা থেকে সংক্রমণের সম্ভাবনা থাকে

Image Source: pixabay.com

অত্যধিক মাত্রায় মিষ্টিজাতীয়, ফ্যাটজাতীয় কিংবা তৈলাক্ত খাবার খেলে ত্বকে ব্রণ বা অ্যাকনের সমস্যা দেখা দেয়

Image Source: pixabay.com

ব্রণর সমস্যা থেকে বাঁচতে সবার প্রথমে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া খুবই জরুরি। ভিটামিন এ এবং ভিটামিন ই সম্পন্ন খাবার তালিকায় রাখা দরকার

Image Source: pixabay.com

ত্বকে যদি প্রায়শই ব্রণ কিংবা অ্যাকনের সমস্যা দেখা দেয়, তাহলে সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া খুবই জরুরি

Image Source: pixabay.com

সাধারণত তৈলাক্ত ত্বকে বেশি ব্রণর সমস্যা দেখা দেয়। তাই ত্বকে যাতে তৈলাক্তভাব না জমে থাকে, সেদিকে নজর দেওয়া প্রয়োজন

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন