'কালার্স বাংলা' চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' পূর্ণ করল ২০০ পর্ব। কেক কেটে উদযাপিত হল বিশেষ দিন। এবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? হরিপুরে চলছে ক্রিকেট প্র্যাক্টিস। সেখানে সরাসরি অংশ না নিলেও নিজের মতো সোহাগ সাহায্য করতে থাকে। চাঁদের দলকে সে সাহায্য করতে থাকে। দুর্জয় ও চাঁদ দল তৈরি করতে শুরু করে। কিন্তু চাঁদের দলের বিরুদ্ধে মল্লিকার সাহায্যে প্লট সাজাতে শুরু করে দুর্জয়। ম্যাচের দিনই সন্ধ্যায় দুর্জয়ের আক্রমণ থেকে নিজেকে বাঁচায় চাঁদ। ক্রিকেট প্রতিযোগিতায় চাঁদ ১২জন সদস্যের একটি টিম আনতে ব্যর্থ হয় কারণ দুর্জয়ের প্ল্যানিং কাজ করে যায়। সোহাগ এক উপায় নিয়ে পৌঁছয় এবং দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে নামে। খেলতে গিয়ে চাঁদ আহত হয় এবং তাকে সোহাগ বাঁচায়। চাঁদ অবশেষে খেলায় জেতে এবং সোহাগ তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারপর? সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়।