Image Source: pixabay

গ্রীষ্মে আবহাওয়া যতই অপছন্দের হোক। পছন্দের ফলের কোনও কমতি থাকে না।

Image Source: pixabay

বিভিন্ন রকমের ফলের ডালি নিয়ে হাজির হয় গ্রীষ্ম। যা শুধু স্বাদে নয়, গুণেও ভরপুর।

Image Source: pixabay

গরমে প্রখর তাপ থেকে বাঁচিয়ে ত্বক ভাল রাখতে কাজ করে এই ফলগুলিও।

Image Source: pixabay

গ্রীষ্মে সবচেয়ে ভাল ফল আম। স্বাদে-গুণে যার জুড়ি নেই। একাধিক ভিটামিন ও অ্যান্টি অক্সিড্যান্ট জোগায় এই ফলটি।

Image Source: pixabay

গুণমানে পেঁপে টেক্কা দেয় অনেক ফলকে। ত্বকের মৃত কোষ তুলে ফেলতে কাজে লাগে পেঁপে।

Image Source: pixabay

ত্বকের সানবার্ন কমাতে ব্যবহার করা হয়। কোলাজেনের ভাল উৎস হওয়ায় সামগ্রিক ভাবেই স্বাস্থ্যের জন্য ভাল।

Image Source: pixabay

গরমের অন্যতম ফল তরমুজ। পুষ্টিগুণ বিচার করলে অত্যন্ত উপকারী এই ফলটি।

Image Source: pixabay

লাইসোপিন থাকে তরমুজে, এছাড়াও বেশকিছু ভিটামিনেরও ভাল উৎস তরমুজ, যা ত্বক ভাল রাখে।

Image Source: pixabay

পেয়ারা ভিটামিনে ঠাসা। পাচনতন্ত্র ভাল রাখতে সাহায্য করে পেয়ারা। যার ফলে ভাল থাকে ত্বকও।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।