সদ্যই বিয়ে সেরেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা নয়নতারা, পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে শুরু করেছেন নতুন জীবন নয়নতারা ও ভিগনেশের বিয়ের পরই বিতর্ক শুরু হয়, অভিনেত্রীকে তিরুপতির মন্দির চত্বরে জুতো পরে দেখা যায় সেই ছবি প্রকাশ পাওয়ার পরই অভিনেত্রীকে ঘিরে শুরু হয় বিতর্ক, সদ্য বিবাহিত দম্পতিকে আইনি নোটিসও পাঠান মন্দির কর্তৃপক্ষ যদিও তারপরই প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নেন ভিগনেশ, অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি ভিডিও প্রকাশ করে ক্ষমা চাইবেন বিয়ের পরই মধুচন্দ্রিমায় উড়ে যান নয়নতারা ও ভিগনেশ, এই মুহূর্তে থাইল্যান্ডে হনিমুন পর্ব কাটাচ্ছেন তাঁরা সদ্যই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নয়নতারা ও ভিগনেশের মধুচন্দ্রিমার একাধিক ছবি পোস্ট হয়েছে হলুদ পোশাকে মোহময়ী রূপে ধরা দিয়েছেন নয়নতারা, ভিগনেশের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল পরিচালক ভিগনেশ দক্ষিণী ছবির পরিচালক, বিয়ের আগে বেশ কয়েকবছর নয়নতারা আর তিনি সম্পর্কে ছিলেন বলিউডে আত্মপ্রকাশ করার প্রথম ধাপেই নয়নতারা বিপরীতে পেয়ে গিয়েছেন কিং খানকে কিছুদিন আগেই পরিচালক অ্যাটলির 'জওয়ান' ছবির ফার্স্ট লুক প্রকাশ হয়, জানা যায়, 'জওয়ান' ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন নয়নতারা