আসছে পরিচালক আকাশ সরকারের নতুন ছবি ‘চিত্রকর’। ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস ও মধুমিতা কুশারী। ‘চিত্রকর’ ছবিটির গল্প লিখেছেন অনির্বাণ চক্রবর্তী। ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন অরিন্দম ভট্টাচার্য। ‘চিত্রকর’ ছবিটি চিত্তরঞ্জন কর নামে একজন রোড স্কেচ আর্টিস্টের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। গল্পে উঠে এসেছে চিত্তরঞ্জন করের পেশাগত জীবন ও পারিবারিক জীবনের টানাপোড়েন। ছবির পরতে পরতে রয়েছে ঘটনার ঘটঘটা। ছবিতে কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অর্কপ্রভা ভট্টাচার্য, শুভজিত দাস, রুমা ভদ্র সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা। ছবির শ্য়ুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে এখন থেকেই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ।