পর্দায় আসছে নেক্রোফিলিক গল্প

সানি রায়ের পরিচালনায় রুপোলি পর্দায় আসছে এক নেক্রোফিলিক গল্প!

গুরুত্বপূর্ণ চরিত্রে সৌরভ

ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাসকে।

'রুদ্রবীণা'-র পর 'বিষাক্ত মানুষ'

ওয়েব সিরিজ 'তানসেনের তানপুরা'-র তৃতীয় ভাগ রুদ্রবীণার অভিশাপে দেখা যাবে রুপসা চট্টোপাধ্যায়কে। এরপর 'বিষাক্ত মানুষ'-এ দেখা যাবে তাঁকে।

'বিষাক্ত মানুষ'-এ টুম্পা

'রেডিও'-র কাজ শেষ করে সানির নতুন ছবি 'বিষাক্ত মানুষ'-এর কাজে হাত দেবের টুম্পা-খ্যাত সুমনা দাস।

জিনার দ্বিতীয় ছবি

এটি দ্বিতীয় ছবি হতে চলেছে জিনা তরফদারের। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেও একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

সোনম মুভিজের প্রযোজনায় ‘বিষাক্ত মানুষ’

সোনম মুভিজের প্রযোজনায় ‘বিষাক্ত মানুষ’-এর গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু মুখোপাধ্যায়।

তৌফিক-অগ্নিভর গল্প

তৌফিক আসিফ নামের এর সিরিয়াল কিলার ও অসফল লেখক অগ্নিভর জীবনই এই গল্পের প্রেক্ষাপট।

মানসিক টানাপোড়েনের গল্প

ছবিতে ফুটে উঠবে মানসিক টানাপোড়েন, অসফলতা ও মনের অন্ধকার দিকের গল্প

নেক্রোফিলিয়া সচেতনতা

পরিচালকের দাবি, মানসিক অসুস্থতার সচেতনতা তৈরি করবে 'বিষাক্ত মানুষ'

বদলাবে জীবন?

তৌসিফ কী বদলে দেবে অগ্নিভ বসুর জীবন? উত্তর মিলবে 'বিষাক্ত মানুষ'-এ