সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এস এস রাজামৌলি পরিচালিত 'আর আর আর' ছবির অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা রাম চরণ

'আর আর আর' ছবির জন্য গোটা দেশে বিখ্যাত হলেও, দক্ষিণ ভারতে তাঁর অনুরাগীর সংখ্যা অগুন্তি

আজ রাম চরণের জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কোন কোন ছবি অনুরাগীদের মন জয় করেছে

১৯৮৫ সালে জন্ম গ্রহণ করেন রাম চরণ, যিনি মূলত তেলুগু ছবিতেই অভিনয় করেন

অপর দক্ষিণী তারকা চিরঞ্জিবির পুত্র রাম চরণ ২০০৭ সালে হিট ছবি 'চিরুথা' দিয়ে ডেবিউ করেন

'চিরুথা' ছবির জন্য তিনি দক্ষিণের 'সেরা অভিনেতা' ডেবিউ ফিল্মফেয়ার পুরস্কারও পান

অনুরাগীদের কাছে তিনি জনপ্রিয় হন রাজামৌলির ফ্যান্টাসি অ্যাকশন ছবি 'মগধীরা'র হাত ধরে

এরপর একের পর এক হিট ছবির তালিকায়, 'অরেঞ্জ', 'নায়ক', 'জঞ্জির', 'তুফান', 'ইয়েভাদু' প্রভৃতি অন্যতম জনপ্রিয়

অসংখ্য ছবির তালিকায় রয়েছে, 'ব্রুস লি: দ্য ফাইটার', 'ধ্রুব', 'কয়েদি নং: ১৫০', 'রঙ্গস্থলম' ইত্যাদি

'আর আর আর' মুক্তির পর অপেক্ষায় রয়েছে 'আচার্য' ও 'আর সি ১৫' নামের দুটি ছবি