ভারতীয় হকি অলিম্পিক্সে আটবার সোনা জিতেছে অ্যাথলেটিক্সে তিনটি পদক জিতেছে ভারত অলিম্পিক্সে ব্যাডমিন্টনে লন্ডন অলিম্পিক্স থেকে পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল সুশীল কুমার অলিম্পিক্সের মঞ্চে কুস্তিতে ২ বার পদক জিতেছেন কুস্তিতে ৭টি পদক এসেছে এখনও, রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক হকিতে ভারত ১৯৬০ সালে রুপো ও ব্রোঞ্জ জিতেছে ১৯৬৮, ১৯৭২ ও ২০২১ সালে শ্যুটিংয়ে অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন বেজিং অলিম্পিক্সে এছাড়াও রাজবর্ধন রাঠোর, বিজয় কুমার, গগন নারাং ও মনু ভাকের পদক জিতেছেন অলিম্পিক্সে শ্যুটিংয়ে অ্যাথলেটিক্সে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন নীরজ চোপড়া ব্যাডমিন্টনে পিভি সিন্ধু রিওতে রুপো ও টোকিওতে ব্রোঞ্জ জিতেছিলেন