টেনিসভক্ত রবি শাস্ত্রীকে আগেও একাধিকবার সেন্টার কোর্টে দেখা গিয়েছে, এবারেও তিনি উইম্বলডনে হাজির ছিলেন



সচিন তেন্ডুলকরও উইম্বলডনের নিয়মিত দর্শকদের অন্যতম, ক্রিম রঙের স্যুটে তিনি গ্র্য়ান্ড স্ল্য়ামের মঞ্চ মাতান



উইম্বলডনে সম্ভবত ক্যামেরন নরি ও আলেকজান্ডার জ়েরেভের ম্যাচে দেখতে ছিল তারকাদের ভিড়



ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা ত্রয়ী সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন



সচিনের পাশেই ছিলেন বেন স্টোকস, বাটলার, রুটরা



শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টার সিটির বিখ্যাত কোচ পেপ গুয়ার্দিওলাও হাজির ছিলেন সেন্টার কোর্টে



এখানেই কিন্তু শেষ নয়, ক্রিকেটারদের লম্বা তালিকার মধ্যে প্যাট কামিন্সও উইম্বলডনের ম্যাচ দেখতে হাজির ছিলেন



প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং ওয়েলস তারকা গ্যারেথ বেলকেও সেন্টার কোর্ট দেখা গিয়েছে



টেনিস কিংবদন্তি রজার ফেডেরার, মারিয় শারাপোভারা তো উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক



এছাড়াও ডেভিড বেকহ্যাম, অ্যালেন পারডিউ, লি উইলিয়ামসনরা ইতিমধ্যেই এবারের উইম্বলডনের শোভাবর্ধন করেছেন